রোহিঙ্গা হামলার ভুয়া খবর প্রকাশ করে ক্ষমা চাইল ভারতীয় সংবাদ সংস্থা

  17-10-2017 11:56AM

পিএনএস ডেস্ক: ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দেশটির নাগাল্যান্ডে রোহিঙ্গারা হামলার পরিকল্পনা করছে শীর্ষক একটি ভুয়া খবর প্রকাশের পর ক্ষমা চেয়েছে। একই সাথে সংস্থাটির একজন কপি এডিটরকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সংবাদ সংস্থাটি নাগাল্যান্ড পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে রোহিঙ্গাদের দ্বারা সম্ভাব্য হামলার খবরটি প্রকাশ করেছিল। ওই ভুয়া খবরে দাবি করা হয়েছিল, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে নাগাল্যান্ডের মানুষের ওপর হামলা চালাবে।

এএনআইর এই খবরটি ভুয়া হিসেবে শনাক্ত করে দ্য মরুং এক্সপ্রেস। অল্টনিউজ খবরটি এএনআইর কাছ থেকে নিয়ে প্রকাশ করেছিল প্রথম। পরে তা জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। খবরটি ভুয়া হিসেবে ধরা পড়ার পর এএনআই তা ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন