‘পাকিস্তানকে উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখিয়েছেন সিনহা’

  20-10-2017 03:52PM


পিএনএস ডেস্ক: পাকিস্তানের জিও নিউজের নির্বাহী সম্পাদক ও উপস্থাপক হামিদ মীর বলেছেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাকিস্তানকে নিজ দেশের কাছে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন। পাকিস্তানের উদাহরণ দেয়ায় বাংলাদেশের ক্ষমতাসীন দল এতটা চটে গিয়েছিল যে, প্রধান বিচারপতির ওপর অর্থ পাচারের অভিযোগও আরোপ নিয়ে আসে।’

পাকিস্তানের রাজনীতিবিদদের ও মার্শাল ল’র সমালোচনা করে লিখিত এক কলামে হামিদ মীর এ মন্তব্য করেন। জিও নিউজের অনলাইনে কলামটি ‘সেনা ও গণতন্ত্র’ শিরোনামে প্রকাশ করা হয়।

হামিদ মীর বাংলাদেশের উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের দৃষ্টান্ত দেয়া যাক। বাংলাদেশের পার্লামেন্ট বিচারকদের অপসারণ ক্ষমতা বিষয়ে সংবিধান সংশোধনী আনে। তখন সুপ্রিম কোর্ট বাংলাদেশ পার্লামেন্টের সংবিধান সংশোধনীকে বাতিল করে দেয়। এর প্রতিউত্তরে পার্লামেন্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন শুরু করে। তখনই প্রধান বিচারপতি পাকিস্তানকে উদাহরণ হিসাবে টেনে নিয়ে আসেন। বলেন, পাকিস্তানের উচ্চ আদালত নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। ফলে নওয়াজ শরীফ ক্ষমতা ছেড়ে দিয়েছিল।

হামিদ মীর বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছুটিতে চলে গেছেন। পাকিস্তানে নওয়াজ শরীফের বিরুদ্ধে আদালতের সিদ্বান্তকে অবিচার আখ্যা দেয়ার লোকজনও কম নয় কিন্তু এটাও সত্য যে, বাংলাদেশের একজন হিন্দু বিচারপতিও পাকিস্তানকে নিজ দেশে উজ্জ্বল উদাহরণ হিসাবে দেখিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন