বৃষ্টিকে বিদায় দিয়ে শীতের আমেজ শুরু

  22-10-2017 01:46PM

পিএনএস ডেস্ক: দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা মাটি করে দিয়ে অবশেষে ক্ষ্যান্ত হচ্ছে বৃষ্টি৷রবিবাসরীয় সকালে এই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি গত বৃহস্পতিবার থেকে চাপ বাড়াতে থাকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপর। কালীপুজোর পাশাপাশি ভাইফোঁটাতেও রেহাই দেয়নি নিম্নচাপটি।

শনিবার সকাল থেকে যেমন দফায় দফায় শহরের নানা জায়গায় বৃষ্টি হয়েছে, তেমনই জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি ঝোড়ো হাওয়ার বেগও ছিল ভালো।

তবে হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই৷ বাংলাদেশের দিকে নিম্নচাপ সরে গিয়েছে৷ ফলে সপ্তাহের প্রথম দিনই মেঘ কাটিয়ে রোদ ঝলমলে হচ্ছে আকাশ৷সেইসঙ্গে হালকা শীতের আমেজ পাবে দক্ষিণবঙ্গবাসী৷ সূত্র: কলকাতা২৪x৭

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন