উড়ুক্কু বাইক পরীক্ষা করল দুবাই পুলিশ (ভিডিওসহ)

  22-10-2017 03:03PM


পিএনএস ডেস্ক: দুবাই পুলিশের যানবাহন দেখলে যে কেউ অবাক হবেন। বিশ্বের সবচেয়ে আধুনিক ও অভিনব প্রযুক্তির গাড়ি ও বাইক ব্যবহার করে তারা।

এবার সে ধারায় যুক্ত হলো উড়ন্ত মোটরবাইক। সম্প্রতি দুবাইয়ের পুলিশ উড়ুক্কু মোটরবাইক পরীক্ষা করে দেখেছে।

দুবাই পুলিশের আশা মাথার ওপর দিয়ে উড়ে যাবতীয় বাধা অতিক্রম করে রীতিমতো অপরাধী ধরতে দারুণ কাজে দেবে এ বাইক।

দুবাই পুলিশের জন্য এ উড়ন্ত মোটরবাইকের ডিজাইন করেছে রাশিয়ার প্রযুক্তি কম্পানি হোভারসার্ফ। স্করপিয়ন নামে এ উড়ন্ত মোটরবাইকটি চারটি পাখার ওপর ভর করে শূন্যে অবস্থান ও চলাচল করতে পারবে। বাইক বলা হলেও বাস্তবে দেখতে অনেকটা ড্রোনের মতো এ উড়ুক্কু যান।

একটানা ২৫ মিনিট ধরে ঘণ্টায় ৪০ মাইল বেগে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম যানটি। এর একটি সিটে ৬০০ পাউন্ডের কাউকে বহন করা যাবে। এ বছর টেক-শোতে প্রদর্শনের পরপরই দুবাই পুলিশ 'স্মার্ট সিটি' পরিকল্পনায় এটি যোগ করে।

নির্মাতা প্রতিষ্ঠান হোভারসার্ফ সিইও আলেকজান্ডার আটামানভ এ বিষয়ে বলেন, দুবাই পুলিশের সঙ্গে আমরা একটি সমঝোতা স্মারক সই করেছি। তারা দুবাইয়ে এই যানের প্রসার বাড়ানোর আমন্ত্রণ জানিয়েছে।

তবে শুধু কেনার আগ্রহ নয়, এ উড়ন্ত বাইক পরীক্ষার কাজটিও সেরে নিয়েছে দুবাই পুলিশ।



পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন