ইতালিতে ২৫০০ পিস ইয়াবাসহ বাংলাদেশি গ্রেপ্তার

  23-10-2017 07:35AM



পিএনএস ডেস্ক: ইতালিতে ২৫০০ পিস ইয়াবাসহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ক্যারাবিনেরির অ্যান্টি-ড্রাগ অপারেশনের একটি বিশেষ টিম। বাংলাদেশি বংশদ্ভূত ওই ব্যক্তির নাম মেজরুর রহমান মাসুদ (৫০)।

ইতালিতে ‘হিটলার মাদক’ নামে পরিচিত ইয়াবা ট্যাবলেট। এই মাদক পাচারকারীদের ধরতে ইতালির ক্যারাবিনারি কয়েক মাস আগে থেকে তাদের অনুসরণ করে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। অ্যান্টি-ড্রাগ অপারেশন টিম মাদক পাচারকারীদের ধরতে ইতালির ভেনিসের স্পিনিয়া এবং টেসারার বিমানবন্দর স্টেশনগুলিতে বিশেষভাবে এই অপারেশন টিম গড়ে তোলা হয়। পরে গোপন সংবাদের মাধ্যমে ওই বাংলাদেশিকে আটক করে তল্লাশি করা হয়। তার কাছে থাকা হাকিমপুরী জর্দার কৌটার ভেতর থেকে ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন