ফের মিয়ানমারের পাশে দাঁড়াল চীন!

  23-10-2017 12:48PM

পিএনএস ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে তখনই আবারও দেশটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। সম্প্রতি চীনা এক সিনিয়র রাজনীতিবিদ বলেছেন, মিয়ানমারের স্থিতিশীলতার জন্য চীন সমর্থন দিয়ে যাবে।

তিনি উল্লেখ করেন, চীন এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। চীন বিশ্বাস করে মিয়ানমার নিজেই পরিস্থিতি সামাল দিতে সক্ষম।

এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কেন চীন কোনো উদ্যোগ নিচ্ছে না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়েঝু জানান, তাদের নীতিতে নেই কোনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা।

রোহিঙ্গা নির্যাতন এড়িয়ে তিনি বলেন, অতীত বলে কোনো রাষ্ট্রের নিজস্ব ব্যাপরে হস্তক্ষেপের ফল ভালো হয় না। চীন এমন কিছু চায়ও না। কারণ আমরা চাই না দেশটিতে কোনো অস্থিতিশীল পরিবেশ বিরাজ করুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দেক। তাদের সঙ্গে আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে।

২০১৫ সালে মিয়ানমারের টেস্ট কাউন্সেলর চীন সফর করেন উল্লেখ করে এই রাজনীতিবিদ বলেছেন, দেশটির সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন