মুগাবে আটক, নানগাগবাকে প্রেসিডেন্ট ঘোষণা!

  15-11-2017 02:17PM

পিএনএস ডেস্ক: জিম্বাবুয়ের রাস্তায় সেনাবাহিনীর ট্যাংকের টহল। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার স্ত্রী গ্রেসকে আটক করেছে সেনাবাহিনী। একইসঙ্গে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নেওয়ার কিছু সময় পর এই খবর এলো।

ক্ষমতাসীন জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্টের (জানু-পিএফ) টুইটার অ্যাকাউন্টে বুধবার (১৫ নভেম্বর) দুপুরে এ কথা বলা হয়েছে। সেই অ্যাকাউন্টটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন