আইএসের ঘাঁটি ভাঙল রাশিয়া

  16-11-2017 12:11PM


পিএনএস ডেস্ক: সিরিয়ার সীমান্তবর্তী বুকামাল শহরে আইএস ঘাঁটিতে বিমান হামলা চালাল রাশিয়া। শহরটি সম্প্রতি মুক্ত করেছিল সিরিয়ার সেনাবাহিনী৷ কিন্তু, মাস দুই যেতে না যেতেই ফের জঙ্গিরা ওই শহরটির দখল নিয়েছে বলে খবর৷

বোমা হামলা প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার একটি বিমান ঘাঁটি থেকে ছয়টি বিমান উড়ে ইরান ও ইরাকের উপর দিয়ে গিয়ে সিরিয়ায় আইএসের ঘাঁটিগুলির উপর হামলা চালায়। বিমান আইএসের দুর্গ, জনশক্তি, অস্ত্রভাণ্ডার ও সাঁজোয়া গাড়ির উপর বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্যাটেলাইট ও নজরদারি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে৷ বোমা হামলায় জঙ্গিদের সমস্ত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে৷ দুর পাল্লার বিমানগুলি সিরিয়ার ভূখণ্ডে পৌঁছালে লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে সুখোই-৩০এসএম যুদ্ধবিমানগুলিকে এস্কর্ট করে বোমা হামলা চালানো হয়৷ শেষে সেগুলি নিরাপদে রাশিয়ার ঘাঁটিতে ফিরে যায়।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন