কাবুলে রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা নিহত ১৮

  16-11-2017 06:06PM

পিএনএস ডেস্ক : দিব্বি চলছিল খাওয়া-দাওয়া৷আচমকা বিস্ফোরণ৷ সেই নাশকতায় নিহত জমিয়ত ই ইসলামির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব৷ বিস্ফোরণে প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যু সংবাদ আসছে৷ ঘটনাস্থল আফগান রাজধানী কাবুল৷ এখানকার একটি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা হয়েছে৷

এমনই জানাচ্ছে আফগান সংবাদ মাধ্যম৷ এর আগেও জমিয়তের উপর হামলা হয়েছে৷

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ কেঁপে ওঠে কাবুলের লাব ই জার চত্বর৷ এখানে একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়৷ বিস্ফোরণের পর বাইরে ছড়িয়ে পড়ে বেশকয়েকজনের ছিন্নভিন্ন দেহ৷

ঘটনাস্থল ঘিরে নিয়েছে রক্ষীবাহিনী৷ রেস্তোরাঁর পরিস্থিতি আরও ভয়াবহ৷ এদিকে বিস্ফোরণের জেরে কাবুল জুড়ে ছড়িয়েছে আতঙ্ক৷বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলির নিরাপত্তা আরও কড়াকড়ি করা হল৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন