ইরাককে অত্যাধুনিক টি-৯০ ট্যাংক দেয়া শুরু করেছে রাশিয়া

  16-11-2017 10:12PM

পিএনএস ডেস্ক : ইরাকের সেনাবাহিনীকে অত্যাধুনিক টি-৯০ যুদ্ধট্যাংক সরবরাহ করা শুরু করেছে রাশিয়া। চলতি বছরের প্রথম দিকে বাগদাদ ও মস্কোর মধ্যে সই হওয়া চুক্তির আওতায় নির্মাণকারী প্রতিষ্ঠান উরালভাগোনজাভোদ ইরাককে এসব ট্যাংক দিচ্ছে।

আজ (বৃহস্পতিবার) রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, "দুই পক্ষের মধ্যে অনুমোদিত সময়েই এ চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে।"

গত জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক-প্রযুক্তি বিষয়ক সহকারী ভ্লাদিমির কোঝিন জানিয়েছিলেন, ইরাককে বিপুল সংখ্যক টি-৯০ ট্যাংক দেয়া হচ্ছে। তবে তিনি সেসময় ট্যাংকের দামসহ বিস্তারিত তথ্য জানান নি। পরে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়- ইরাককে তারা চলতি বছর ৭৩টি ট্যাংক সরবরাহ করবে।

সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংকের উন্নত সংস্করণ হচ্ছে টি-৯০ ট্যাংক। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ট্যাংক যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। এ ট্যাংক থেকে সাঁজোয়াযান ধ্বংসকারী গোলা ছোঁড়া যায় আবার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন