যুক্তরাজ্যের বহরে সর্ববৃহৎ বিমানবাহী রণতরী যোগ হচ্ছে

  18-11-2017 01:56PM

পিএনএস ডেস্ক: পরীক্ষামূলক কার্যক্রম শেষে আসছে ডিসেম্বর মাসের ৭ তারিখে ব্রিটিশ রয়েল নেভির বহরে যুক্ত হচ্ছে তাদের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামন এ কথা জানিয়েছেন বলে আইএইচএস জেনসের সূত্র দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে স্পুটনিক।

অক্টোবরের ৩০ তারিখে এ রণতরীর শেষ ধাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের পোর্টসমাউথ নৌঘাঁটি থেকে কুইন এলিজাবেথ ২-এর কমিশনিং হবে। একই ধরনের আরেকটা রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস নির্মাণাধীন অবস্থায় রয়েছে এবং আশা করা হচ্ছে ২০২০ সালে সেটি বহরে যুক্ত হবে।

যুক্তরাজ্য চায় ২০২৩ সালের মধ্যে দুটি ১২-জেট এফ-৩৫বি স্কোয়ড্রন এলিজাবেথে মোতায়েন করতে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন