টুইট ও গলফ খেলা ছাড়া ট্রাম্প আর কিছুই করেননি!

  19-11-2017 04:02PM

পিএনএস ডেস্ক: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত নির্বাচনের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হিলারিকে উদ্দেশ করে বলেছেন, “আবার চেষ্টা করে দেখুন।”

শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “চরম পরাজিত হিলারি ক্লিনটন হচ্ছেন সর্বকালের বড় পরাজিত প্রার্থী। তবে তিনি থামবেন না, যা রিপাবলিকান দলের জন্য ভালো। হিলারি, আপনি জীবনে উন্নতি করুন এবং আগামী তিন বছর পর আবার চেষ্টা করুন।”

জবাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গত নির্বাচনের পরাজিত প্রার্থী হিলারি বলেছেন, “ট্রাম্পের মন সবসময় আমাকে নিয়ে আচ্ছন্ন থাকে।”

আরকানসাসের লিটল রকের একটি ফোরামে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সেখানে তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। বিল ক্লিনটনের নির্বাচনে বিজয়ী হওয়ার ২৫তম বার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাম্প সম্পর্কে হিলারি আরো বলেন, “সত্যিকার অর্থে টুইট করা ও গলফ খেলা ছাড়া ট্রাম্প আর কী কিছু করেন? আমি তো আর কিছু দেখি না।”

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন