গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে অসুস্থ অন্তত ৫০ ছাত্রী!

  20-11-2017 07:50PM

পিএনএস ডেস্ক : হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি৷ গ্রেনেড বিস্ফোরণের শব্দে অসুস্থ হয়ে প্রায় ৫০ ছাত্রী৷ সোমবার ভারতের হলদিবাড়ি এলাকায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷

কয়েকদিন আগেই হলদিবাড়ি টাউন ক্লাবের মাঠ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছিল পুলিশ। এর পর সেটিকে হলদিবাড়ি থানার কাছে রেখে দেওয়া হয়। আজ গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে আসে বোম্ব স্কোয়াড৷ এরপর বিকট শব্দে গ্রেনেডটি ফেটে যায়৷

পাশেই চলছিল হলদিবাড়ি গার্লস হাই স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রীরা। অসুস্থ হয়ে পরে ৫০ জনের বেশি ছাত্রী। তাদেরকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ১৬ জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেনেড নিস্ক্রিয় করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কেন স্কুল চলাকালীন এই গ্রেনেডটি ফাটানো হল, সেই প্রশ্ন উঠছে। তবে, এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোন মন্তব্য পাওয়া পায়নি। স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ঈশানী রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘এই ভাবে স্কুল চলাকালীন গ্রেনেড নিষ্ক্রিয় করার আগে তাঁদের জানালে সুবিধা হত৷’’সূত্র -কলকাতা২৪×৭

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন