মোদীর সমালোচকদের হাত কেটে নেয়ার নির্দেশ বিজেপি নেতার

  21-11-2017 01:49PM


পিএনএস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে আঙুল বা হাতগুলো উঠবে তা কেটে দেয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন এক বিজেপি নেতা। বিহার বিজেপির প্রধান নিত্যানন্দ রাই সোমবার এই নির্দেশ দিয়েছেন।

বিহারের উজিয়ারপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি’র সংসদ সদস্য নির্বাচিত হন।

বৈশ্য ও কানু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে নিত্যানন্দ রাই বলেন, ‘যখন নরেন্দ্র মোদীকে তার মা খাবার খাওয়াতেন, তখন সেই থালায় মা তার ছেলেকে দেখতে পেতেন না আবার ছেলেও তার মাকে দেখতে পেতেন না। সেই অবস্থা থেকে উঠে এসে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এক গরিবের ছেলে...প্রত্যেক নাগরিকের এ জন্য গর্ববোধ করা উচিত। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো আঙুল বা হাত যদি ওঠে, তাহলে আমাদের সবাইকে একজোট হয়ে তা ভেঙে দিতে হবে, প্রয়োজনে কেটে ফেলতে হবে।’

বৈশালীর জাঁদরেল যাদব নেতা রাইকে বিহার বিজেপি’র সভাপতি করা হয় গত বছর। হাজিপুরের বিধায়ক থাকাকালীন ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উজিয়ারপুরে লড়ার মনোনয়ন পান তিনি। সেই আসনে জিতে তিনি লোকসভার সংসদ সদস্য হন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন