ভারতের উত্তর প্রদেশে রেল দুর্ঘটনায় নিহত ৩

  24-11-2017 12:59PM


পিএনএস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত এবং কমপক্ষে নয় জন আহত হয়েছে। পাটনাগামী ট্রেনটি শুক্রবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে মানিকপুর স্টেশনের কাছে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত ভাস্কো দ্য গামা-পাটনা এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমের গোয়া থেকে পূর্বের শহর পাটনা যাচ্ছিল। মানিকপুর স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরই চিত্রাকুট এলাকায় ট্রেনটির ১৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারতের রেলওয়েমন্ত্রী পিয়ুশ গোয়াল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়াও নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ, গুরুতর আহতদের প্রত্যেককে এক লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

চিত্রাকোট পুলিশের মহাপরিদর্শক প্রতাপ গোপেন্দ্র সিং বলেন, বিহারের এক ব্যক্তি ও তার ছয় বছরের ছেলে ঘটনাস্থলেই মারা গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণে পাটনা-এলাহাবাদ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভারতে এ বছরেই বেশ কয়েকটি রেল দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন