ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা রাশিয়ার

  25-11-2017 02:22AM

পিএনএস ডেস্ক: রাশিয়ার বিমান বাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানোর জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী উন্নত মিসাইল ছোঁড়া হয়েছে।

কাজাখস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে বৃহস্পতিবার এটি উৎক্ষেপণ করা হয়। ছোঁড়ার পর এটি পূর্বনির্ধারিত পথ ধরে উড়ে যেয়ে লক্ষ্যে সঠিকভাবে আঘাত হেনেছে বলে জানান রুশ বিমান বাহিনীর কর্নেল অ্যান্দ্রে প্রিখোদকো।

পরীক্ষার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। তবে পরীক্ষা সব লক্ষ্যই সফল হয়েছে বলে রুশ বিমান বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে ভারি ট্রাকে করে একটি রকেটকে বহন করতে এবং তাকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে নিয়ে যেতে দেখা গেছে।

পৃথিবীতে হাতে গোণা যে কয়েকটি দেশের পুরোপুরি কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আছে তার মধ্যে অন্যতম রাশিয়া। এ ব্যবস্থা সাধারণভাবে এ-১৩৫ নামে পরিচিত।

এ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে '৫৩টি৬' মিসাইলকে ব্যবহার করা হয়। মস্কোসহ আশেপাশের অঞ্চলের আকাশসীমা রক্ষায় এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন