জেরুজালেম ইস্যুতে ওআইসি’র বৈঠক ডেকেছেন এরদোগান

  07-12-2017 11:50AM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম)-কে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি'র জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। সংস্থাটির সভাপতি দেশের প্রধান হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই বৈঠক আয়োজনের ঘোষণা করেছেন।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বুধবার বলেছেন, জেরুজালেম ইস্যুতে স্পর্শকাতর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আগামী ১৩ ডিসেম্বর ওআইসি'র সদস্য দেশগুলোর নেতারা ইস্তাম্বুলে বৈঠকে বসবেন। মুসলিম দেশগুলো জেরুজালেমের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ পদক্ষেপের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার ঘোষণা দেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর ওআইসি'র এ বৈঠক আহ্বান করে।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে ইতিমধ্যেই জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন। তবে এরইমধ্যে অনেক মুসলিম দেশ ট্রাম্পের এ পরিকল্পনা ও ঘোষণার পরিণামের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন