দিল্লি মসজিদ দেবীর মন্দির ইস্যুতে, ইমাম পরিষদের বিক্ষোভ

  08-12-2017 11:58AM


পিএনএস ডেস্ক: ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদকে যমুনা দেবীর মন্দির বলে দাবি করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।

এদিকে, বিনয় কাটিয়ার ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি ইমাম সাজিদ রশিদি।

তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, মোঘল সম্রাটরা প্রায় ছয় হাজার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়। দিল্লির জামে মসজিদ আসলে ছিল যমুনা দেবীর মন্দির, তাজমহল ছিল তেজো মহালয়া।

তার দাবি, কমপক্ষে সাড়ে ছয় হাজার এমন হিন্দু স্থাপনা রয়েছে। যদি রাম মন্দির নিয়ে নিষ্পত্তি না হয় তাহলে সব দাবি করা হবে।

তিনি বলেন, অযোধ্যায় কেবল হিন্দুদের দাবি থাকতে পারে, আর কারো নয়। অযোধ্যায় পুজো হচ্ছে, তা হতে থাকবে। ওই ভূমি রামের এবং রামেরই তা থাকবে।

বিনয় কাটিয়ার আরও বলেন, আমরা কেবল তিন স্থানের দাবি জানিয়েছি। রামের জন্মস্থান, কৃষ্ণের জন্মস্থান এবং বিশ্বনাথ মন্দির। অন্যথায় জামে মসজিদও যমুনা মন্দির ছিল এবং তাজমহলও তেজোমহালয়া মন্দির ছিল। আমরা বিতর্ক বাড়াতে চাই না যদি মন্দির নির্মাণ হয় তাহলে বিতর্ক শেষ হয়ে যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন