সোমালিয়ার পুলিশ একাডেমিতে বোমা হামলায় নিহত ১৩

  14-12-2017 05:27PM

পিএনএস ডেস্ক:সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পুলিশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশের উর্দি পরা এক আত্মঘাতী হামলাকারী ওই হামলা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

মোগাদিসুর পুলিশ মুখপাত্র মেজর মোহাম্মদ হুসেইন জানিয়েছেন, হামলাকারীর শরীরে বোমা বাঁধা ছিল এবং সে জেনারেল কাহিয়ে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে অনুপ্রবেশ করে ভোরে প্যারেড চলাকালে বিস্ফোরণ ঘটায়।

জানা যায়, পুলিশ একাডেমি থেকে ১৩টি লাশ ও আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে গেছেন তারা। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ভিন্ন হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

এদিকে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠি আল শাবাব। পাশাপাশি হামলায় হাতাহতের সংখ্যা আরো অধিক বলে দাবি করে আল শাবাব।

গোষ্ঠীটির সামরিক অভিযান বিষয়ক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, ‘আমরা ২৭ পুলিশকে (কর্মকর্তা) হত্যা ও এর চেয়ে আরো বেশি জনকে আহত করেছি।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন