পাকিস্তানে গীর্জায় আত্মঘাতী হামলায় নিহত ৯

  17-12-2017 06:50PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের একটি গীর্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দুইজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

রবিবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মেথোডিস্ট গীর্জায় এ হামলা চালানো হয়।

জিও টেলিভিশনের খবরে বলা হয়, হামলাকারীরা ওই চার্চে বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। হামলার পর কোয়েটার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। এ সময় সংবাদ মাধ্যম কর্মীদের ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে ওই গির্জায় উদ্ধার অভিযান চলছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি বলেছেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি দুইজন আত্মঘাতী হামলাকারী চার্চে প্রবেশ করে। এদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

অন্য আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দেওয়ার ওপর জোর দিচ্ছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন