ভারতীয় আর্মির অফিসিয়াল ফেসবুক পেইজে ‘৭১ নিয়ে বিভ্রান্তিকর তথ্য

  18-12-2017 01:40AM

পিএনএস ডেস্ক: সারা বাংলাদেশের মানুষ যখন হাজারো বাঙ্গালীর প্রাণে অর্জিত বিজয় উৎযাপন করছিল তখন ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কিছু ভারতীয় লেখক তাদের বই ও বৈঠকে এই বিজয় তাদের নিজেদের যুদ্ধের ফসল হিসিবে প্রতিষ্ঠায় লিপ্ত আছে।

গতকাল শনিবার (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবসে আত্মসমর্পণের ক্রেডিট নিয়ে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোষ্ট দেন। এরপর নতুন করে আবারও বিতর্কের শুরু হয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যার যা আছে তাই নিয়ে পাক হানাদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বাংলার কৃষক শ্রমিক মজুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ হয় তারপর বিজয়। কিন্তু সেই অর্জিত স্বাধীনতা নিয়ে ভারতীয় নিজেদের বলে দাবি করায় অনেকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন