ভারতে শ্লীলতাহানির শিকার নারী পুলিশ অফিসার!

  18-12-2017 01:43AM

পিএনএস ডেস্ক: মহিলাদের প্রতি যৌন অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে মধ্যপ্রদেশে। বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। তাদের গ্রেপ্তার করে নাগরিকদের নিরপত্তা দেওয়া যাদের কাজ সেই পুলিশের এক মহিলা পুলিশ অফিসার এবার যৌন হয়রানির শিকার৷

ভারতের ভোপালে এক মহিলা পুলিশ অফিসারকে বন্দুকের নলে শ্লীলতাহানি করা হয়। যদিও ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশের বিদিশাতে এক মহিলা সাব ইন্সপেক্টরকে বন্দুকের নল মাথায় ঠেকিয়ে শ্লীলতাহানি করা হয়। অভিযোগ, প্রথমে ওই মহিলা অফিসারকে দেখে কটূক্তি করে তারা৷ এরপরই বন্দুকের ভয় দেখিয়ে যৌন হয়রানি করা হয়৷

ঘটনার পরই থানায় অভিযোগ জানান ওই মহিলা পুলিশ অফিসার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (যৌন হয়রানি), ৩৫৩ (সরকারি অফিসারকে হয়রানি ও তার কাজে বাধা দান) এবং অস্ত্র আইন ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে।

সাম্প্রতিক কালে মধ্যপ্রদেশের একাধিক যৌন নির্যাতনের ঘটনা সামনে এসেছে। চলতি মাসে এক মহিলাকে ধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে অভিযুক্ত। সেই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় ওই মহিলার কাছে। তারও আগে চলন্ত ট্রেনে ২৩ বছর বয়সী এক মহিলা হকারকে ছুরি দেখিয়ে ধর্ষণ করা হয়।

রাজ্যে মহিলাদের প্রতি বাড়তে থাকা যৌন নির্যাতনের ঘটনা নিয়ে শিবরাজ সিং সরকারের প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। যদিও প্রশাসনের দাবি প্রতি ঘটনার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন