ভারতে অগ্নিকাণ্ডে নিহত ১২!

  18-12-2017 01:48PM

পিএনএস ডেস্ক: সোমবার সকালে মুম্বাইয়ের খইরানি রোডের ভালু ফারসার স্ন্যাক শপে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে রাজ্য অগ্নিনির্বাপক বাহিনী সূত্রে জানিয়েছে এনডিটিভি।

আহতদের নিকটবর্তী রাজাওয়াড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরদিকে অগ্নিকাণ্ডের শিকার দোকানটির ভেতরে এখনো প্রায় ১১জন ব্যাক্তি আটকা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের উদ্ধারে এখনও অভিযান চলছে বলেও জানা যায়।

জানা যায়, ভোর সোয়া চারটার দিকে লক্ষ্মী নারায়ণ মন্দিরের পাশের একটি খাবার দোকানে আগুন লাগে। কিছু সময় পর আগুনের কারণে সৃষ্ট ধোয়া ছড়াতে শুরু করলে স্থানীয়রা অগ্নিনির্বাপক বাহিনীকে খবর পাঠায়। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক বাহিনীর চারটি ইউনিট পৌঁছায়। কিন্তু বৈদ্যুতিক তারে আগুন লাগায় তা ভয়াবহ আকার ধারন করে।

অগ্নিনির্বাপক কর্মীরা জানায়, দোকানের নিচের তলায় ধোয়ায় সৃষ্ট গ্যাস এবং আগুনের কারণে ১২জন মারা যায়। নিহতরা সকলেই ওই খাবারের দোকানের কর্মী। রাতে দোকান বন্ধ করে ওই কর্মীরা দোকানের ভেতরেই ঘুমাচ্ছিলেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন