সৌদিতে নারী গাড়িচালক নেবে উবার, কারিম

  12-01-2018 10:26AM


পিএনএস ডেস্ক: সৌদি আরবে নারীকে গাড়িচালক হিসেবে নিয়োগ দেবে অ্যাপভিত্তিক গণপরিবহন সেবা উবার ও কারিম।

উবার ও কারিম জানিয়েছে, গাড়িচালক হিসেবে তারা কয়েক হাজার নারীকে নিয়োগ দেবে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আদেশ জারি করেন বাদশাহ সালমান।

এ সময় তিনি বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এর পরপরই অ্যাপভিত্তিক গণপরিবহন সেবা নিয়ে কাজ করা এই দুই কোম্পানি নারী গাড়িচালক নিয়োগ দেওয়ার ঘোষণা দিলো।

এরই মধ্যে কারিম গত অক্টোবর মাসে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর জন্য ৯০ মিনিটের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। যাদের আগেই বিদেশে থাকা অবস্থায় গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে, তাদের এ প্রশিক্ষণ দেবে কারিম।

এ বিষয়ে কারিমের সহপ্রতিষ্ঠাতা আবদুল্লাহ ইলিয়াস বলেছেন, গাড়িচালক হতে আগ্রহী নারীদের কয়েক হাজার আবেদনপত্র ইতোমধ্যে তাদের কাছে জমা পড়েছে।

তিনি বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যে ১০ হাজারের বেশি নারী গাড়িচালক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন