সন্ত্রাসীদের হাতে উন্নত ড্রোন প্রযুক্তি, হুঁশিয়ারি রাশিয়ার

  12-01-2018 04:21PM

পিএনএস ডেস্ক: সন্ত্রাসীরা উন্নত ড্রোন প্রযুক্তি হাতে পেয়েছে এবং তারা বিশ্বের যেকোনো জায়গায় হামলা চালাতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার জেনারেল স্টাফের ড্রোন বিভাগের প্রধান মেজর জেনারেল আলেকজান্ডার নোভিকভ বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি দেন।

সিরিয়ায় দুটি রুশ সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন দিয়ে হামলা প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের পক্ষে ড্রোন হামলা অসম্ভব কোনো ঘটনা নয়। তিনি বলেন, সন্ত্রাসীদের ড্রোন হামলার ঝুঁকি থেকে মুক্ত হতে হলে সত্যিকারের পদক্ষেপ নিতে হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৬ জানুয়ারি সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটিতে ১৩টি ড্রোন নিয়ে হামলার চেষ্টা করে সন্ত্রাসীরা। রুশ সেনারা এসব হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দেয় এবং সাতটি ড্রোন ধ্বংস করে ও বাকি ছয়টি ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

ওই ঘটনার সঙ্গে আমেরিকার যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছে রাশিয়া।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন