বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ

  13-01-2018 12:46PM

পিএনএস ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশের নাম প্রকাশ করেছে পাসপোর্ট মূল্যায়নকারী আন্তর্জাতিক সংস্থা ‘হেনলে পাসপোর্ট ইনডেক্স’। এতে বিভিন্ন দেশের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্টের তালিকা তুলে ধরা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জার্মানির পাসপোর্ট। দেশটির পাসপোর্টধারীরা ভিসামুক্তভাবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দেশে ভ্রমণ করতে পারে।

জার্মানির একজন পাসপোর্টধারী বর্তমানে ১৭৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে। গত বছর এই সংখ্যা ছিল ১৭৬।

তালিকায় জার্মানির পর দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৭৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পায়।

এছাড়া তৃতীয় অবস্থানে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। এসব দেশের নাগরিকরা ১৭৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে।

এরপরেই আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও স্পেনের নাম। অস্ট্রেলিয়া, গ্রিস ও নিউজিল্যান্ড রয়েছে তালিকার সপ্তম স্থানে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এই তালিকা করেছে হেনলে পাসপোর্ট ইনডেক্স।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন