দুই বাংলাদেশি সহ সেই ইরানি জাহাজের ৩২ নাবিক নিহত

  15-01-2018 12:18AM

পিএনএস ডেস্ক:চীনা জাহাজের সঙ্গে প্রবল সংঘর্ষ হয় ইরানি তেল ট্যাংকারটির। এরপর দাউদাউ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ইরানের জাহাজটি। সেটি আজ ডুবেও গেছে। চীনের পূর্ব উপকূলে কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যাওয়া তেলের ট্যাংকারটি এক সপ্তাহ পর আজ ডুবে গেল।

নিখোঁজ হয়ে যাওয়া ৩২ জন ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার হল আজ রবিবার। এদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে শনিবার রাতে। ১ লাখ ৩৬ হাজার টন তেল দিয়ে ইরানের দিক থেকে দক্ষিণ কোরিয়া আসছিল জাহাজটি। সমুদ্রের জলেই মিশে গিয়েছে সেই কয়েক লাখ অপরিশোধিত তেল। ইরানের তেল ট্যাংকারটির নাম সানচি। যদিও কেন এই সংঘর্ষ হয়েছিল সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। প্রথমে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছিল। চীনের উপকূলরক্ষী বাহিনী সার্চ অপারেশন শুরু করেছিল। প্রায় এক সপ্তাহের চেষ্টার পর অবশেষে উদ্ধার হল বাকি ক্রু সদস্যদের মৃতদেহ।

ইরানের এই জাহাজটি উদ্ধারের জন্য ১২টি ভেসেল পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। ঘটনাস্থলটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। সাম্প্রতিক কালে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন