সাড়ে ৫'শ কোটিতে বিক্রি হচ্ছে এই দ্বীপ!

  15-01-2018 04:31AM

পিএনএস ডেস্ক:একটা গোটা দ্বীপ বিক্রি! অবাস্তব? মোটেই না। এমনটাই হতে চলেছে স্কটল্যান্ডে। দ্বীপের নাম উলভা।মাত্র ৬ জনের বসতি রয়েছে সেখানে। এর মালিকের নাম জেমি হওয়ার্ড।

৭০ বছরের মধ্যে এই প্রথমবার বিক্রি হতে চলেছে এই দ্বীপ। বাজারে এই দ্বীপের দাম প্রায় ৫৪৩ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৪৪ টাকা হাঁকিয়েছেন তিনি।

স্কটল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী নিকোল স্টারগেয়োন এটি সরাসরি কোনও মাল্টি মিলিওনিয়ারের হাতে দেননি। উল্টো তিনি কোনও গোষ্ঠীকে জায়গাটি কেনার জন্য উৎসাহ দিচ্ছেন। অনেক দলও এই দ্বীপটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের মতে দ্বীপে নতুন করে বসতি স্থাপন ও অর্থনৈতিক উন্নতি হতে পারে।

হওয়ার্ডের প্রায় ৩৫ বছর ধরে দ্বীপটির সাথে পরিচিত। দ্বীপটি চাষাবাদের উপযোগী। একটি কাউফান্ডিং ক্যাম্পেইন এখনও পর্যন্ত ২১ হাজার ইউরো দিতে রাজি হয়েছে। এখনও হাতে ৬ মাস সময় আছে। আশা করা হচ্ছে এর মধ্যে ৫২৫ কোটি টাকা দর উঠতে পারে দ্বীপটির।

উলভায় মোট ৮টি বাড়ি রয়েছে। তার মধ্যে ৫টি ফাঁকা। এর মধ্যে একজন ছুটি কাটাতে এই দ্বীপে আসেন। যাতায়াতের জন্য এখানে কোনও সড়ক নেই। তবে সামনের সমুদ্রে ডলফিন ও তিমি দেখা যায়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন