ভারতের বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা

  17-01-2018 12:54PM


এ কেমন বর্বরতা! ৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা! এমন পাশবিক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। বুধবার সকালে প্রদেশটির সোনারপুর থানার চকবেড়িয়ার একটি বাগান থেকে ওই বৃদ্ধার অর্ধনগ্ন লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানা পুলিশ। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম জানায়, ওই বৃদ্ধার বয়স ৬০ বছরের ওপর। মঙ্গলবার থেকেই ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে ওই বৃদ্ধার বিকৃত দেহ উদ্ধার করা হয়। বৃদ্ধার মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। মুখে কাপড় বাঁধা ছিল বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে বলা হয়, যে বাগান থেকে মরদেহ উদ্ধার হয়েছে ওখানে প্রায়ই অসামাজিক কর্মকাণ্ড চলে। তবে কী কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে সোনারপুর থানা পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করাও শুরু করে দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন