কাতারের শেখ আবদুল্লাহকে কুয়েতের হাসপাতালে স্থানান্তর

  17-01-2018 03:58PM


পিএনএস ডেস্ক: কাতারের রাজ পরিবারের যে সদস্যকে সংযুক্ত আরব আমিরাতে আটকে রাখার অভিযোগ উঠেছিল, কুয়েতে পৌঁছার পরপরই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, শেখ আবদুল্লাহ বিন আলি আল থানিকে হুইলচেয়ারে করে সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েতে নিয়ে আসা হয়েছে।

আবদুল্লাহর ভাই শেখ খালিদ গত মঙ্গলবার আলজাজিরাকে জানান, আমিরাত সরকারের নির্যাতন এবং চাপের কারণে তার ভাইয়ের স্বাস্থ্য ভেঙে পড়েছে।

ওই দিন তিনি আরো জানান, তার ভাইয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে যে কোনো সময় তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

গত সোমবার শেখ আবদুল্লাহ এক ভিডিও বার্তায় জানান, সংযুক্ত আরব আমিরাতে আটক আছেন তিনি। তার কিছু হয়ে গেলে শেখ মুহাম্মদ দায়ী থাকবেন।

তিনি আরো জানান, বর্তমানে আমি আবুধাবিতে আছি। শেখ মুহাম্মদের অতিথি হিসেবে এসেছিলাম। তবে এখন আর অতিথি হিসেবে নেই। এখানে আমি আটক আছি।

আবদুল্লাহর ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার ভিডিও দেখে আমিরাতের সমালোচনা করেছেন। সূত্র : আলজাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন