‘আমরা সবসময় ইরানের পরমাণু সমঝোতাকে সমর্থন করি’

  17-01-2018 05:44PM

পিএনএস ডেস্ক: চীন আবারো ইসলামি প্রজাতন্ত্রের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন ঘোষণা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং গতকাল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, "চীনের অবস্থান খুবই পরিষ্কার।

আমরা সবসময় পরমাণু সমঝোতাকে সমর্থন করি যা সব পক্ষের কঠোর প্রচেষ্টায় সম্ভব হয়েছিল। আমরা আশা করি- পরমাণু সমঝোতা অনুসারে সবপক্ষ তাদের দায়িত্ব পরিপূর্ণ করবে।"

লু ক্যাং বলেন, "চীন মনে করে পরমাণু সমঝোতা হচ্ছে বহুপক্ষীয় প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ফলাফল এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ক্ষেত্রে একটি মডেল।" তিনি আরো বলেন, "মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে পরমাণু সমঝোতার বিরাট গুরুত্ব রয়েছে।

এছাড়া, এ সমঝোতা পরমাণু নিরস্ত্রীকরণ এবং এর সঙ্গে যুক্ত সব পক্ষের মৌলিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করছে।"

চীনা মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বানচালের প্রচেষ্টা সত্ত্বেও আন্তর্জাতিক সমাজ এর প্রতি সমর্থন দিচ্ছে।

পাশাপাশি ইরান এ সমঝোতা বাস্তবায়নের জন্য যে চেষ্টা চালাচ্ছে তাকেও স্বীকার করছে বিশ্ববাসী। সূএ-পার্সটুডে

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন