ভারতে মুসলিম মহিলার বাড়িতে আগুন

  18-01-2018 04:51PM

পিএনএস ডেস্ক: ভারতে রাম মন্দির নির্মাণে সমর্থন করায় এক মুসলিম মহিলার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতের উত্তরপ্রদেশের হাপুরে। মহিলার নাম ইকরা চৌধুরি।

ভারতের সংবাদমাধ্যমের তথ্য মতে, মুসলিম মহিলা নির্যাতন বিরোধী সেলের প্রধান ইকরা চৌধুরি অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে তর্ক করেছিলেন। আর এতেই মুসলমানের একাংশের ক্ষিপ্ত হন।

ইকরার অভিযোগ, গত ৬ ডিসেম্বর রাম মন্দির নিয়ে একটি লিখিত সুপারিশ জেলাশাসকের কাছে জমা দিয়েছিলেন তিনি। তারপর থেকেই অনেকদিন ধরে তাকে এসব বিষয় থেকে দূরে থাকার হুমকি দিচ্ছিল। রাম মন্দির নিয়ে যেন তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য না রাখেন, সে বিষয়েও সতর্ক করা হয়েছিল। ইকরা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে প্রাণ হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছিল তাকে।

আর সেই হুমকির জেরে ইকরার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। হাপুর থানার পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন