ইসরাইলিদের গুলিতে হামাস সদস্যসহ ২ ফিলিস্তিনি নিহত

  18-01-2018 10:16PM

পিএনএস ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে গতরাতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্য রয়েছেন।

ইসরাইলি সেনাদের সঙ্গে গতরাতের সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া, পশ্চিম তীরের তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদীরা। এর মধ্যে একটি বাড়ি ধ্বংসের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।


ইরানের প্রেস টিভি জানিয়েছে, হামাস সদস্য আহমাদ ইসমাইল মুহাম্মাদ জারার ও তার সঙ্গীকে হত্যার পর ইসরাইলি সেনারা শহীদ দুই ফিলিস্তিনির আত্মীয়-স্বজনের ঘরবাড়ি ধ্বংস করে। সংঘর্ষে ইসরাইলের দুই সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তেল আবিব দাবি করেছে, গত সপ্তাহে এক ইহুদি রাবাই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে এ দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন