মেক্সিকোয় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

  17-02-2018 08:57AM


পিএনএস ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজাধানী শহর মেক্সিকো সিটিও। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প।

ইউএসজিএস এর তথ্যমতে, ৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস। যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার।

তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতা। সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের দুই ভূমিকম্পে মেক্সিকোর দুই শতাধিক মানুষ প্রাণ হারায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন