অনুমতি ছাড়াই ব্যবসা করতে পারবেন সৌদি নারীরা

  19-02-2018 11:19AM

পিএনএস ডেস্ক:পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন সৌদি আরবের নারীরা। বৃহস্পতিবার সৌদি সরকার

এ সিদ্ধান্তের কথা জানায়। দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মুখপাত্র আবদুল রহমান আল-হুসাইন এক টুইটে এই ঘোষণা দেন।

সৌদির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় জানায়, সৌদি নারীরা এখন থেকে পুরুষ অভিভাবকের অনুমতি সংক্রান্ত প্রমাণ ছাড়াই তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন। তারা সরকারের ই-সেবা থেকে লাভবান হতে পারবেন।

তারা জানায়, সৌদি নারীরা এখন থেকে স্বাধীনভাবে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন।

আরো পড়ুন: ধর্ষণের অভিযোগ: নিউজ চ্যানেলের এডিটর গ্রেপ্তার

প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকুরিতেও নারীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানোর ওপর দেশটিতে যে নিষেধাজ্ঞা ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে। সৌদি আরবে বিদেশী বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক ও ইতিবাচক ভাবমূর্তি গড়ার লক্ষ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র : এএফপি

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন