ইয়েমেনে আমিরাতের ১২ সেনা নিহত

  19-02-2018 02:25PM


পিএনএস ডেস্ক: ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সংযুক্ত আমিরাতের ১২ সেনা নিহত হয়েছে।

এসময় ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিপন্থী বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আরবি টেলিভিশন আল-মাসিরা এ খবর জানিয়েছে।

আল-মাসিরা জানায়, আমিরাতের সেনারা ও তাদের অনুগত সন্ত্রাসীরা রাজধানী সানা থেকে ৩৪৬ কিলোমিটার দক্ষিণে তায়িজ প্রদেশের মাওয়াজ এলাকার একটি সামরিক ঘাঁটিতে রবিবার সন্ধ্যার দিকে হামলা চালাতে যায়। কিন্তু ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় তারা বিপর্যয়ের মুখে পড়ে এবং বহু হতাহতের ঘটনা ঘটে।

সূত্রটি জানায়, আরব আমিরাতের চারটি ও সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের চারটি সাঁজোয়া যান ধ্বংস হয়। আমিরাতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ নিহত সেনাদের মধ্যে একজনকে সার্জেন্ট আলী খলিফা হাশাল আল-মেসমারি বলে শণাক্ত করেন।

এর আগে, গত ১৭ অক্টোবর আরব আমিরাতের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন সেনা নিহত হয়েছিল। তার আগে আগস্ট মাসে আরেকটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্স্ত হয়ে চার সেনা নিহত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন