ইরানে আগাম নির্বাচনের জন্য আহমেদিনেজাদের খোলা চিঠি

  23-02-2018 01:16AM


পিএনএস ডেস্ক: ইরানে আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি খোলা চিঠি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আহমেদিনেজাদ। বুধাবার রাতে দেশটির দেভলেত-আই-বাহার ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে তুর্কি সরকারি গণমাধ্যম আনদলু।

সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় যাদের আটক করা হয়েছে চিঠিতে তাদের মুক্তিরও দাবি করেছেন সাবেক এ প্রেসিডেন্ট। দেশের বর্তমান পরিস্থিতির অবসান ঘটাতে হলে আগাম সুষ্ঠু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তাছাড়া আহমেদিনেজাদ ইরানের বিচারব্যবস্থায় সংস্কারের দাবি করেছেন বলেও খবরে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ বেকারত্ব ও সরকারি অব্যবস্থাপনার অভিযোগে কয়েক হাজার ইরানি রাস্তায় নামে। কোনো কোনো স্থানে তা সহিংসতায় রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু হয়। এর মধ্যে কমপক্ষে একজন পুলিশ সদস্যও রয়েছে। এছাড়া সরকার এ সময় বেশকিছু বিক্ষোভকারীকে আটক করে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন