২ ঘণ্টায় পেন্টাগনকে গুঁড়িয়ে দিতে সক্ষম বেইজিং

  23-02-2018 11:15AM

পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে উন্নত বিশ্বের দেশগুলো। আর তারই জের ধরে সম্প্রতি একটি হাইপারসনিক হেভি বম্বার আবিষ্কার করেছে চীন। যার বেইজিং থেকে নিউ ইয়র্কের দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা।

জানা গেছে, এই এয়ারক্র্যাফ্টটি হাইপারসনিক স্পিডে যাবে। অর্থাৎ শব্দের থেকে এর গতিবেগ ৫ গুণ বেশি। বিমানটি আপাতত রয়েছে চীনা মিলিটারির হাতে। এই এয়ারক্র্যাফ্টের ২টি ডানার সেট রয়েছে। চাইনিস অ্যাকাডেমি অফ সায়েন্স এটি তৈরি করেছে। এ ব্যাপারে সংস্থার এক গবেষক জানিয়েছেন, “এর স্পিড হাইপারসোনিক। বেইজিং থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা।”

এটি দেখতে অনেকটা ইংরেজির বড় হাতের “I” এর মতো। গবেষকদের মতে এই এয়ারক্র্যাফ্ট যেমন বোমা নিয়ে যেতে পারে, তেমনই ফুল থেকে যাত্রী, সবই নিয়ে যেতে পারে। মিসাইল ডেলিভারি থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এই এয়ারক্র্যাফ্ট। এর টার্গেট কখনও মিস হয় না। সেদিক থেকেও এই এয়ারক্র্যাফ্ট কার্যকরী। বিজ্ঞানীদের মতে এটি চীনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন