হুমকিতে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শিশু

  23-02-2018 02:49PM

পিএনএস ডেস্ক: মিয়ানমার ও বাংলাদেশে বসবাসরত সাত লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

জেনেভায় সংবাদ সম্মেলনে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এ কথা জানান ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেডার।

তিনি বলেন, এরমধ্যে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর আশ্রয় শিবিরগুলোতে বাস করছে পাঁচ লাখ ৩৪ হাজার এবং সহিংসপূর্ণ রাখাইন রাজ্য রয়েছে এক লাখ ৮৫ হাজার রোহিঙ্গা শিশু।

এডুয়ার্ড আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন গ্রীষ্ম মৌসুমে ঝড় বৃষ্টিতে কক্স-বাজারের শরণার্থী শিবিরগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করবে। প্রতিবেদনে রাখাইনে সহিংসতা বন্ধ করে, স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন