যৌন কেলেঙ্কারিতে পদত্যাগের ঘোষণা অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর

  23-02-2018 03:23PM

পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্টি ও দেশটির উপপ্রধানমন্ত্রী বারনাবি জয়েস একই মন্ত্রণালয়ের প্রেস সচিব ভিক্কি ক্যাম্পিওনের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জরিয়ে পড়ায় ব্যাপক সমালোচনা এবং তীব্র নিন্দার মুখে পরেন। দলের ক্ষতিগ্রস্তের কথা চিন্তা করে পদটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জয়েস জানান, সোমবার আমি ন্যাশনাল পার্টির প্রধানের দায়িত্ব এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছি। যারা আমাকে এত দূর পর্যন্ত সমর্থন এবং সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে নিউ ইংল্যান্ডের মানুষদের প্রতি।

তবে জয়েস আরও বলেন, আমি মন্ত্রণালয়ের নিয়ম ভঙ্গ করেছি কিনা সে প্রশ্নটি খতিয়ে দেখার বিষয়।

তবে যৌন কেলেঙ্কারির ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়ায় মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মীদের যৌন সম্পর্ক নিষিদ্ধ বলে ঘোষণা দেন। তিনি জানান একজন মন্ত্রী তাঁর কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারেন না। ২০১৮ সালে এসে এটি গ্রহণযোগ্য নয়। এটি কর্মক্ষেত্রের জন্য আদর্শ নয়। প্রত্যেকেরই জানা উচিত যে এসব ঘটনা থেকে ভালো কিছু হয় না।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন