পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুরোদমে চলবে : উ. কোরিয়া

  24-02-2018 11:11AM



পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়া ঘোষণা করেছে, দেশটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুরোদমে চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা রডং সিনমুন এক নিবন্ধে একথা জানিয়েছে।

উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার যে বাসনা আমেরিকা পোষণ করে তাকে ‘বোকামি’ হিসেবে আখ্যায়িত করে পত্রিকাটি লিখেছে, পিয়ংইয়ংয়ের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং হাইেড্রোজেন বোমা রয়েছে।

এ ছাড়া, সম্ভাব্য মার্কিন হামলার কঠোর জবাব দেয়ার জন্য পিয়ংইয়ং-এর সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে বলেও রডং সিনমুন জানিয়েছে।

কোরীয় উপদ্বীপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আমেরিকা এবং ওয়াশিংটন উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানাচ্ছে। তবে উত্তর কোরিয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, যতদিন সেদেশের বিরুদ্ধে আমেরিকার উসকানিমূলক পদক্ষেপ বন্ধ না হবে ততদিন এসব কর্মসূচি স্থগিত হবে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন