মিয়ানমারকে দেড় কোটি ডলার দেবে আমেরিকা

  25-02-2018 06:34AM



পিএনএস ডেস্ক: মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ ও সংশ্লিষ্ট কাজের জন্য দেড় কোটি মার্কিন ডলারের বাজেট অনুমোদন দিয়েছে সেদেশের পার্লামেন্ট। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাজেটটি প্রস্তাব করলে তা অনুমোদন দেয়া হয় বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

মিয়ানমারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল অং সোয়ান জানিয়েছেন, রাখাইনে ২শ' ৯৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ২শ' ২ কিলোমিটার সীমান্ত বেষ্টনি নির্মাণের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। বাজেট অনুমোদনের পর শুক্রবার মিয়ানমারের আইনপ্রণেতা মিও যাও বলেন, তিন বাহিনীর সমন্বয়ে এই বাজেটটি পাস করা হয়।

গেল বছরের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাবিরোধী অভিযান শুরু করলে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখ রোহিঙ্গা। যাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে আলোচনা চলছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন