আফরিনের ১৬ গ্রাম শত্রুমুক্ত, দাবি তুর্কি বাহিনীর

  13-03-2018 02:41AM

পিএনএস ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী এলাকা আফরিনের ১৬টিরও বেশি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তুরস্কের ও ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যৌথ বাহিনী। রবিবার সিরিয়ার উত্তরপশ্চিম আফরিনের কৌশলগত পার্বত্য এলাকা দখলে নিয়েছে বলে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে।

এক প্রতিবেদনে আনাদুলু বলছে, তুর্কি বাহিনী এবং এফএসএর সদস্যরা যেসব গ্রাম শত্রুমুক্ত করেছে তা হলো- জগমাগ সাঘির, খালিদিয়াহ, জালবুল, কাফর বাটনা, ক্রিতেপে, কেস্টাল কিস্ক, কা'ন কুরক, খুজামানলি, সেভেন কবির, ছেনছিলান, তাল্লাফ, কুয়াজামান, সুলকলি, আলিবে, কাওকাবাহ ইত্যাদি। এছাড়া পার্শ্ববর্তী এলাকার কয়েকটি পর্বতও শত্রুমুক্ত করে তুর্কির নেতৃত্বে গড়া যৌথ বাহিনী।

এদিকে রবিবার এক টিভি ভাষণে আফিরনের ৯৫০ বর্গ কিলোমিটার এলাকা শক্রমুক্ত করা হয়েছে বলে জানান তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্ক ও ফ্রি সিরিয়ান আর্মি যৌথভাবে এখন পর্যন্ত ১৮৯টি স্থান শত্রুমুক্ত করেছে। তার মধ্যে পাঁচটি শহর, ১৫১টি গ্রাম এবং ৩৩টি কৌশলগত এলাকা রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন