কোথায় ন্যাটো জোট; প্রশ্ন এরদোগানের

  13-03-2018 02:51AM

পিএনএস ডেস্ক: সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকার করায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি রোববার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, "হে ন্যাটো কোথায় তুমি? কোথায় তুমি এত বেশি যুদ্ধ করছ? তুরস্কও ন্যাটোভুক্ত একটি দেশ। কোথায় তুমি?" তিনি আরো বলেন, "যদি সাহস থাকে তাহলে ন্যাটোর উচিত আফরিনে এসে যুদ্ধ করা।"

এরদোগান বলেন, যদি তারা পারত তাহলে তারা সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের প্রকাশ্য বিরোধিতা করত। কিন্তু তুরস্কের দৃঢ় অবস্থান দেখে তারা তা করতে সাহস পায় নি।

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সিরিয়ায় তুরস্কের একমাত্র লক্ষ্য হচ্ছে- সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং লক্ষ্য অর্জন শেষে তুরস্ক সেখান থেকে সেনা প্রত্যাহার করবে।

গত ২০ জানুয়ারি থেকে তুরস্ক সিরিয়ার আফরিনে সামরিক অভিযান চালাচ্ছে এবং সিরিয়ার বার্তা সংস্থা সানার খবর অনুযায়ী- এ পর্যন্ত ২২২ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৭০০ আহত হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন