ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল সার্কাস : রাশিয়া

  13-03-2018 04:31PM

পিএনএস ডেস্ক : ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপালকে বিষ প্রয়োগের সঙ্গে মস্কোেকে জড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা ছিল সার্কাস।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল (সোমবার) পার্লামেন্টে বলেছেন, রাশিয়ার সাবেক গোয়েন্দা ও তার মেয়েকে বিষ প্রয়োগ করার পেছনে খুব সম্ভবত মস্কো জড়িত। রুশ মুখপাত্র তার ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এটি উসকানিমূলক পদক্ষেপ। রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে এ ধরনের দাবি করা হচ্ছে।

সম্প্রতি ব্রিটেনে রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে স্ক্রিপালকে রাশিয়ায় ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। পরে তিনি ব্রিটেনে আশ্রয় পান।

স্ক্রিপাল একসময় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের কর্নেল ছিলেন। বিশ্বাসঘাতকতার দায়ে ২০০৬ সালে রাশিয়া তাকে কারাদণ্ড দিলেও পরে এক সমঝোতার আওতায় তাকে ছেড়ে দেয়া হয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন