গৌতায় বিমান হামলা: কয়েকজন সন্ত্রাসী কমান্ডার নিহত

  14-03-2018 06:55PM

পিএনএস ডেস্ক : সিরিয়ার সামরিক বাহিনীর বিমান হামলায় পূর্ব গৌতায় অন্তত ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে শীর্ষ পর্যায়ে দুজন কমান্ডার রয়েছে। পূর্ব গৌতায় সিরিয়ার সরকারি সেনারা বেশ কিছুদিন ধরে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান চালাচ্ছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (বুধবার) বলেছে, গৌতায় তৎপর ফাইলাক আর-রহমান গ্রুপের ওপর একদিন আগে বিমান হামলা করে। এ গোষ্ঠীর সঙ্গে কথিত ফ্রি সিরিয়ান আর্মির সম্পর্ক রয়েছে। সংস্থাটি বলেছে, গতকালের বিমান হামলা রাশিয়া চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, নিহত দুই কমান্ডারের নাম হলো- আবু মুহাম্মাদ সাইফ এবং আবু মুহাম্মাদ জোবার।

বেশ কিছুদিন ধরে রাশিয়ার বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার সামরিক বাহিনী পূর্ব গৌতায় বিমান হামলা চালাচ্ছে। কয়েক বছর ধরে রাজধানী দামেস্কের কাছে পূর্ব গৌতা এলাকা সন্ত্রাসীদের দখলে রয়েছে। এলাকাটি মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে সিরিয়ার সেনারা।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন