টিভি বিতর্কে প্রশ্নের তোপে কেঁদে ফেললেন রুশ প্রেসিডেন্ট প্রার্থী!(ভিডিও)

  15-03-2018 07:07PM

পিএনএস ডেস্ক : টেলিভিশন বিতর্কে একের পর এক প্রশ্নের তোপের মুখে পড়ে রুশ প্রেসিডেন্ট প্রার্থী কেসিনিয়া সবচাক কান্নায় ভেঙ্গে পড়েছেন। কান্না থামাতে না পেরে সিভিল ইনিশিয়েটিভ পার্টির প্রার্থী সবচাককে স্টুডিও ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। বুধবার ওই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

বিতর্ক চলার সময় অন্য প্রার্থীরা তাকে ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে শুরু করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভ্লাদিমির জিরিনোভস্কি। বিতর্ক চলাকালে প্রার্থীরা কেসিনিয়ার বিরুদ্ধে অবিরত যুক্তিপ্রদর্শন করে যাচ্ছিলেন। প্রার্থীরা তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, স্টুডিওতে বক্তৃতার সময় বাড়ানোর ক্ষমতা তার নেই। সেন্ট্রাল ইলেক্ট্রোরাল কমিশন এ সময় ভাগ করে দেয়।

এরপর তাকে লক্ষ্য করে বিদ্রূপের জোয়ার আসতে শুরু করলে তিনি নিজেই বক্তৃতা থামিয়ে দেন। সবচাক বলেন, 'আপনি কী ভাবছেন এটি স্বাভাবিক?' তিনি যখন এই প্রশ্ন করছিলেন, তখন তার চোখ পানিতে ভিজে যায়।

তিনি বিতর্কের সঞ্চালক ভ্লাদিমির সলভইয়ভের উদ্দেশে বলেন, 'এই লোকগুলো কেবল আমাকেই বাধা দিচ্ছে। আমি আমার সময় ফেরত চাচ্ছি।'

সঞ্চালক বলেন, 'আমি মনে করি, এটি ছিল অবমাননা। তাই, একজন নারীর চোখে পানি চলে এসেছে।'

প্রসঙ্গত, রাশিয়ায় আগামী ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে সবচাকই হলেন একমাত্র নারী প্রার্থী।

সূত্র: ডেইলি মেইল

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন