হয়রানির অভিযোগে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে প্রত্যাহার

  16-03-2018 08:33AM


পিএনএস ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহেল মাহমুদকে ইসলামাবাদে ফিরিয়ে নেয়া হয়েছে। দেশটি অভিযোগ- ভারতে তাদের কূটনীতিকরা বারবার নানা হয়রানির শিকার হচ্ছেন।

তবে ভারত পাকিস্তানের এ অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ করার জন্য নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারের গাড়িকে ধাওয়া করা হয়েছে, তাকে রাস্তায় গালিগালাজ করা হয়েছে। স্কুলে যাওয়ার পথে দিল্লিতে হেনস্থার শিকার পাক কূটনীতিকদের সন্তানরাও।

এ অভিযোগের ব্যাপারে প্রমাণ দেয়ার পরও ভারত কোনো ব্যবস্থা না নেয়ায় মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত নয়াদিল্লির দূতাবাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে তলব করে প্রতিবাদ জানায়।

তিনি জানান, বিদেশে নিযুক্ত পাক কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারে পাকিস্তান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন