ভারতে চাকরি করার অপরাধে পুত্রবধূকে শিরশ্ছেদ করলেন শ্বশুর

  16-03-2018 10:10PM

পিএনএস ডেস্ক: ছেলের বউ ঘরের বাইরে গিয়ে চাকরি করে। এটা আবার শ্বশুরের পছন্দ না । কারণ তার মনে হয়েছে বাড়ির মহিলারা যদি বাইরের কাজে যায় তবে তাদের সম্মান এবং মর্যাদাহানি হবে। শেষ পর্যন্ত পুত্রবধূকে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করে শ্বশুর। এমনকি যখন এই ঘটনা ঘটে তখন কেউ এই নারীর সাহায্যে এগিয়ে আসেনি। এ ঘটনা ঘটে ভারতের রাজস্থানের আলোয়াড়ায়।

জানা যায়, আলোয়াড়ের শাহজাহানপুর গ্রামের একটি কারখানায় কাজ করত উমা, পরিবারের খরচ এবং সন্তানদের পড়াশোনার জন্য স্বামী–স্ত্রী দু’জনেই রোজগার করতেন। শ্বশুর মামরাজ উমার বাড়ির বাইরে গিয়ে চাকরি করাটা পছন্দ করতেন না। এ নিয়ে উমাকে প্রায়ই কথা শোনাতো শ্বশুর মামরাজ। কিন্তু মামরাজের বিপক্ষে গিয়েই উমা শুধুমাত্র তার পরিবারের জন্য কারখানায় কাজ করতে যেতেন।

এভাবে চলতে থাকলে গত বৃহস্পতিবার কাজে যাওয়ার সময়ই শ্বশুর মামরাজ খোলা তলোয়ার নিয়ে উমার শিরশ্ছেদ করে হত্যা করে। এ ঘটনায় মামরাজকে গ্রেফতার করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন