কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে একই পরিবারের পাঁচ জন নিহত

  18-03-2018 02:38PM


পিএনএস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ জেলার বালাকোট এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

রবিবার ভোরের এই ঘটনায় নিহত পাঁচজন একই পরিবারের। আহত হয়েছেন ওই পরিবারেরই আরো দু’জন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রোববার ভোরে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বালাকোট সীমান্তে উস্কানিমূলক গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, সে সময় বাড়িতে সপরিবারে ছিলেন মহম্মদ রমজান। পাক সেনাদের ছোড়া একটি মর্টার গিয়ে রমজানের বাড়িতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমজান, তার স্ত্রী ও তিন ছেলের। আহত হয় তার দুই মেয়ে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এএনআইকে বলেছেন, ভারতীয় সেনারাও এর শক্ত জবাব দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বুধবার বালাকোটের ধরতি গ্রামে পাকিস্তানি সেনাদের গুলিতে এক জওয়ান আহত হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) পুঞ্চ ও রাজোরি জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে চার ভারতীয় সেনা নিহত হয়। এর মধ্যে ২২ বছর বয়সী এক ক্যাপ্টেন ছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন